শরত এসেছে কাশ ফুটেছে
সাদা মেঘের ভেলা,
নীল আকাশে সূর্য হাসে
আনন্দেরই মেলা।
দুর্গাপূজার গন্ধভাসে
বিশ্বকর্মার পরে।
আনন্দে আজ মন যে নাচে
দুর্গা মায়ের তরে।
পূজোর আমেজ লেগেছে আজ
সবার মনে মনে,
মা আসছে ধরণীতে
আশায় দিন গোণে।
দুর্গা মায়ের আগমনে
খুশি সবার মন,
পুজোর আমেজে মগ্ন সবাই
মগ্ন ত্রিভুবন।
ভালো কাটুক,সুখে কাটুক
দেবী মায়ের পূজা,
সকলকে আজ জানাই
শারদীয়া শুভেচ্ছা।