বুক রিভিউঃ রক্তসাধনা

 


বইঃ রক্তসাধনা

লেখকঃ মোশতাক আহমেদ

প্রথম প্রকাশঃ ২০১৮

ধরণঃ ভৌতিক উপন্যাস

প্রকাশনীঃ অনিন্দ্য প্রকাশ

প্রচ্ছদঃ নজরুল ইসলাম

মূল্যঃ ২০০ টাকা

রেটিংঃ ৯/১০


সারসংক্ষেপঃ

(ফ্ল্যাপ থেকে)

প্রিয়া কে দেখে মুগ্ধ হয়েছিল লিমন। একজন নারী এতটা সুন্দরী কিভাবে হতে পারে? অথচ সে ঘুণাক্ষরেও টের পায়নি পিয়ার মধ্যে কি ভয়ংকর নিষ্ঠুরতা লুকিয়ে আছে। যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে।পিয়া তাকে বশ করে ফেলেছে। বার বার চেষ্টা করেও এড়িয়ে যেতে পারছে না তাকে।বরং তাকে রক্তসাধনায় অভ্যস্ত হতে বাধ্য করে ফেলেছে। শুধু কি তাই?তাকে দূরে সরিয়ে নিয়ে যেতে থাকে ভালবাসার মানুষ ইমার  কাছ থেকেও। একসময় পিয়া তাকে বিয়ে করবে বলে প্রস্তাব দেয়। তাও আবার  অমাবস্যার রাতে। রাজি হয় না লিমন। কিন্তু পিয়া নাছোড়বান্দা। লিমনকে বিয়ে করে সে রক্তসাধনা করবে,উৎসব করবে রক্তপানের। তারপর তারা দুজনে হবে সুখী,পৃথিবীর সবচেয়ে সুখী। লিমন সবকিছু বুঝতে পেরে পিয়াকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পারে না। কারণ পিয়াকে স্বাভাবিকভাবে হত্যা করা সম্ভব নয়। পিয়াকে হত্যা করতে হলে তার নিজেরও মৃত্যু হবে। কী করবে সে এখন?এদিকে অমাবস্যার রাত চলে এসেছে।বিয়ের দিনক্ষণ সব প্রস্তুত। প্রস্তুত রক্তপানের জন্য বন্দি করে রাখা অজানা এক নারী।


পাঠ প্রতিক্রিয়াঃ

আমি বই পড়ি আন্দের সাথে। শুধু আমি কেন, প্রায় সব বইপড়ুয়ারাই এমন। কিন্তু এই বইটি পড়ে যতটা না আনন্দ পেয়েছি তার চেয়ে কষ্ট পেয়েছি বেশি। কষ্ট লেগেছে ইমার জন্য।বেচারি মূল বিষয়ের সাথে জড়িত না থাকলেও, জড়িত ছিল মূল চরিত্র লিমনের সাথে। লিমনকে সে নিজে থেকে ভালোবেসে ছিল। কিন্তু তার ভালোবাসার করুণ পরিণতি ঘটলো। হারাল প্রেমিক লিমনকে এবং নিজে হলো মানসিক ভারসাম্যহীন। লেখক ইমার প্রতি এতটা নির্দয় না হলেও পারতেন।

Post a Comment (0)
Previous Post Next Post